Posts

Showing posts from August, 2017

Full Sunderkand by Ashwin kumar Pathak

Image

হনুমান গীতা

Image
হনুমান গীতা [বাংলা ] তুমি ব্জ্রের মত বলবান এবং বীর ।  তুমি আমার স্বামী , তুমি অন্তর্যামী ও ভক্তের রক্ষক  ।।   হে অঞ্জনি পুত্র , বীর হনুমান , তুমি আমার লজ্জা রক্ষা কর । তোমার প্রতি লোম কুপে রাম  বিরাজ করেন ইহা পৃথিবী বিদিত । তুমি পবন পুত্র এবং পবনের নিকট হইতে তুমি শক্তি পাইয়াছ ।। শ্রীরামের কৃপায় ভক্তিও পাইয়াছ । তুমি ভিন্ন আমার কোন স্বামী নাই - তুমি ভক্তের রক্ষা কর । হে ব্জ্র অঙ্গ ও পূর্ণ ব্রহ্ম রামের সঙ্গী , আমাকে ভক্তি দাও । যে ব্যক্তি কপটতা ছাড়িয়া রাম নাম করে সে ভক্তি ও মুক্তি প্রাপ্ত হয় । তোমার হাতে গদা ও গলে মালা । তুমিই রাম নামে মাতিয়া আছ । যখন রাবন সীতা কে  চুরি করিয়া লইয়া যায় তখন রাম বনে বনে খুঁজিতেছিল । রঘুনন্দন আদর করিয়া সীতায় খোজ করিয়াছিলেন । হনুমান রামকে দেখিয়াই চিনিয়াছিলেন -এই সেই ভগবান । রামকে দেখিয়াই মাথা  নামাইয়াছিল এবং রামের দাস হইয়াছিল । হাতে গদা লইয়া সীতার খোঁজে চলিল ।।লঙ্কায় পৌঁছাইয়া বহু রাক্ষস মারিয়া ফেলিল । এক জন এক জন করিয়া বীর মারিতে লাগিল ।।রাবনের নিকট খবর গেল ,সকলকে হনুমান অশোক বনে সীতা কাছে নিকট গিয়াছে । রাম কে না দেখিয়া সীতা মন কষ্টে প্রান