Posts

Showing posts from March, 2018

হনুমান চলিশা

Image
দোহা স্মরণ করি শ্রী গুরু চরণ নিজ মন মুকুর সুধার করি বর্ণন রঘুনাথ যশঃ যাহা ফল দায়ক চার বুদ্ধি তনু জানিয়া স্মরণ করি পবন কুমার বল বুদ্ধি বিদ্যা দাও হে প্রভু হর মোর ক্লেশ আর মনের বিকার চৌপাহী জয় হনূমান জ্ঞান গুণ সাগর। জয় কপিশ ত্রিলোক উজাগর। রাম দূত তুমি অতি বলশালী। অঞ্জনী পুত্র পবন সূত মহাবলী। মহাবীর যে নাম তব তুমি বজরঙ্গী। কুমতি নিবার প্রভু, সুমতির সঙ্গী। কাঞ্চন বরণ তব, বেশ সুবেশা। কানেতে কুন্তল, কুঞ্চিত কেশা। হাতে তে বজ্র আর ধ্বজা বিরাজে। কাঁধেতে মুঞ্জ, উপবীত সাজে। শঙ্করাংশে জন্ম তব, হে কেশরী নন্দন। তেজ প্রতাপ তব মহা জগ বন্দন। বিদ্যাবান তুমি, তুমি অতি চতুর। রাম কাজ করিবারে, আতুর। প্রভু চরিত্র শুনিবার রাখ অভিলাষা। রাম-লখন আর সীতায় দাও ভালবাসা। সুক্ষ্মরূপ ধরি, অসুর সংহার। শ্রী রঘুনাথ সকল কাজ সার। আনি সঞ্জীবনী, সৌমিত্রে বাচাইলে। রাঘবের মনে তুমি, হরষ আনিলে। তব কাজে রঘুনাথ মুগ্ধ হইলো। ভরত ভ্রাতা সম, আলিঙ্গন দিল। স্বনকাদি  ব্রহ্মাদি, ঋষি মুনি যত। তব গুন গাহে, নারদ সহিত। যম কুবের, দিকপাল যেখানে। কবি কৌবিদ তারে, কহিনা কেমনে। সুগ্রীব উপকার, ততুমি যে করিলে। রামে মিলায়ে তারে, রাজপদ দিলে। ত