Posts

Showing posts from April, 2017

হনুমন্ত আরাধনা

Image
হনুমন্ত উপাসনা রাম দুত  হনুমান জী কে রুদ্র অবতার বলা হয় । ঋষ্যমুখ পর্বতে কেশরী নামক বানর রাজের সতী সাধ্বী স্ত্রী অঞ্জনা পুত্র প্রাপ্তির জন্য ভগবান আশুতোষ শঙ্করের উগ্র  তপস্যা সাত হাজার বছর পর্যন্ত করেছিলেন । সদাশিব সন্তুষ্ট হয়ে  বললেন " হে অঞ্জনি , হাত প্রসারিত করে আমার ধ্যান মগ্ন হও , চক্ষু বন্ধ করে দাড়িয়ে থাক  , তোমার অঞ্জলি তে আমি পবন দেবের দ্বারা প্রসাদ রেখে অন্তর্ধান হবার সেই প্রসাদ খেলে নিশ্চয় একাদশ রুদ্র অবতার রুপ পরম তপস্বী তেজস্বী তমার পুত্র রত্ন প্রাপ্ত হবে ।" চৈত্র শুক্ল পূর্ণিমা তিথি মঙ্গলবার মঙ্গলময় বেলা কৌপীন , যজ্ঞ পবিত এবং কানে কুণ্ডল ধারন করে লাল বর্ণ মুখ এবং লেজ যুক্ত বায়ু পুত্র অত্যন্ত  ক্ষুদারত বানর রুপে প্রকট হলেন ।